মিয়ানমারের উপর চারদেশের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০১-০২-২০২৩ ০১:৩৯

আপডেট: ০১-০২-২০২৩ ০১:৩৯

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকারের দুই বছর পূর্তিতে সরকারের কয়েকজন সদস্য ও তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর মধ্যে প্রথমবারের মত দেশটির জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা দিলো তারা। 

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন, খনি কোম্পানি, জ্বালানি বিষয়ক কর্মকর্তা এবং সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। এর মধ্যে মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের (এমওজিই) ব্যবস্থাপনা পরিচালক এবং উপ ব্যবস্থাপনা পরিচালকও রয়েছে। এটি জান্তা সরকারের সর্বোচ্চ আয় করা সরকারি প্রতিষ্ঠান। 

কানাডা ছয় ব্যক্তি এবং বিমানের জ্বালানি রপ্তানি, বিক্রয়, সরবরাহ নিষিদ্ধ করেছে। আর অষ্ট্রেলিয়া নিষেধাজ্ঞা দিয়েছে কয়েকজন জান্তা সদস্য ও একটি প্রতিষ্ঠানকে। এদিকে, বিমান বাহিনীর জ্বালানি সরবরাহে সহায়তার জন্য দুটি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। 

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। বন্দী করা হয় অং সান সু চিসহ তার দলের বেশ কয়েকজন নেতাদের। 

SAI/sat