ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রানবন্যার ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ (মঙ্গলবার) আগে ব্যাট করে তামিম ইকবাল ও শাই হোপের অর্ধশতকে ২১০ রান তোলে খুলনা। জবাবে ব্যাটে নেমে মোহাম্মদ রিজওয়ান এবং জনসন চার্লসের তান্ডবে ১০ বল আর ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার জয়কে হারায় খুলনা। তবে এরপর শাই হোপকে নিয়ে জুটি গড়েন তামিম ইকবাল। কুমিল্লার বোলারদের রীতিমতো তুলোধুনা করে দ্বিতীয় উইকেটে এই দুজন যোগ করেন ১৮৪ রান।
সেঞ্চুরির কাছে থাকা তামিম ইকবালকে ২০তম ওভারের প্রথম বলে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক। আউট হওয়ার আগে তামিম ৬১ বলে করেন ৯৫ রান। ছিল ১১ চার ও ৪ ছয়। ওই ওভারের বাকি ৫ বলে আসে আরো ১৩ রান।
শাই হোপ ৫৫ বলে ৯১ এবং আজম খান ১২ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার মোসাদ্দেক ও নাসিম একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা। ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ৫ রান করা লিটন দাস। দলীয় ২২ রানের মাথায় ফেরেন অধিনায়ক ইমরুল কায়েস। তবে এরপর জুটি গড়েন রিজওয়ান এবং জনসন চার্লস। এই দুজন খুলনার বোলারদের শাসন করে দলকে জয়ের দিকে নিয়ে যান।
দলীয় ১৪৪ রানের মাথায় ৩৯ বলে ৭৩ রানে আউট হন রিজওয়ান। তবে রিজওয়ান ফিরলেও অন্যপ্রান্তে ঝড় তোলেন চার্লস। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ক্যারিবিয়ান তারকা ৫৫ বলে ৫ চার ও ১১ ছয়ে করেন ১০৭ রান। খুলনা নাসুম ও আমাদ বাট নেন একটি করে উইকেট।
rocky/shimul