আন্তর্জাতিক ডেস্ক: গুদামঘরে হেলায় পড়ে ছিল ৪শ' বছরের পুরনো এক তৈলচিত্র। নামমাত্র মূল্যে কিনে নেন এক সংগ্রাহক। চিত্রকর্মটি নিলামে ৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ কোটি টাকার বেশি।
লম্বায় তিন ফুটের কাছাকাছি তৈলচিত্রটি বিখ্যাত ফ্লেমিশ শিল্পী অ্যান্থনি ফন ডাইকের আঁকা। সপ্তদশ শতকে নেদারল্যান্ডস, ইতালি ও ইংল্যান্ডের শিল্পবোদ্ধাদের মাতিয়েছেন তিনি। বিংশ শতাব্দীর শেষদিকে নিউইয়র্কের পরিত্যক্ত খামার থেকে তাঁর 'সেন্ট জেরোমি' নামের চিত্রকর্মটি উদ্ধার করা হয়। এতে দেখা যায়, এক নগ্ন বৃদ্ধ টুলে বসে আছেন। বর্তমানে এটি নেদারল্যান্ডসের রটারডামের মিউজিয়াম বোইজম্যানস ভ্যান বিউনিংজেনে রয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, একটি খামার বাড়ির পেছনে পুরোনো জিনিসপত্রের সঙ্গে অযত্নে পড়েছিল চিত্রকর্মটি। সেখান থেকে অ্যালবার্ট বি রবার্টস নামে এক সংগ্রাহক ডাইকের চিত্রকর্মটি ৬শ' মার্কিন ডলার কিনেছিলেন।
সুজান জে বার্নেস নামে এক ইতিহাসবিদ এই চিত্রকর্মটি ডাইকের বলে প্রথমে শনাক্ত করেন। নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ডাইকের এই চিত্রকর্মটিতে মানবদেহের গঠন সম্পর্কেও ধারণা রয়েছে। চিত্রকর্মটি যিনি মডেল ছিলেন তিনি ডাইকের আরও একটি চিত্রকর্মেরও মডেল ছিলেন।
shamima/shimul