বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা হওয়ার পূর্বাভাস আইএমএফের

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ২০:০৯

আপডেট: ৩১-০১-২০২৩ ২০:০৯

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক অর্থনীতি চাঙা হওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রাতহবিল আইএমএফ। সংস্থাটির দেয়া তথ্যমতে, চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দুই দশমিক নয় শতাংশ যা পূর্বের তুলনায় দশমিক দুই শতাংশ বেশি। আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখানে নতুন বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভোগপণ্যের চাহিদা বাড়ায় এবং বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন করোনার বিধিনিষেধ শিথিল করায় প্রবৃদ্ধি বাড়বে বলে জানিয়েছে আইএমএফ। তবে নতুন পূর্বাভাসে প্রবৃদ্ধি বাড়ার কথা বলা হলেও গত বছরের তুলনায় এটি এখনো কম। ২০২২ সালে এই প্রবৃদ্ধির হার ছিলো তিন দশমিক চার শতাংশ। 

প্রবৃদ্ধি বাড়ার সাথে সাথে বিশ্বব্যাপী মুল্যস্ফীতি কমবে বলে আশাবাদী আন্তর্জাতিক মুদ্রাতহবিল। মূল্যস্ফীতি গত বছরের ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে এ বছর ৬ দশমিক ৬ শতাংশে নামবে। ২০২৪ সালে তা আরও কমে ৪ দশমিক ৩ শতাংশ হবে।

বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রে জিডিপির প্রবৃদ্ধিরও পূবার্ভাস দিয়েছে আইএমএফ। চলতি বছরে মার্কিন জিডিপি হবে ১ দশমিক ৪ শতাংশ। অক্টোবরের পূর্বাভাসে এটি ১ শতাংশ বলা হয়েছিল। মূলত ২০২২ সালের শেষ দিকে চাহিদা এবং বিনিয়োগ বেড়ে যাওয়ায় মার্কিন জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।

অপরদিকে ইউরোপে জিডিপির প্রবৃদ্ধি হবে ০ দশমিক ৭ শতাংশ। কম সময়ের মধ্যে জ্বালানির উচ্চমূল্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে ইউরোপের দেশগুলো। জ্বালানির মূল্য কমার বিষয়টি এ অঞ্চলের জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর সম্ভাবনাকে সহায়তা করেছে।

বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্য অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে জানিয়েছে আইএমএফ। আইএমএফ এর মতে, যুক্তরাজ্যের জিডিপির প্রবৃদ্ধি এ বছর ০ দশমিক ৬ শতাংশ হৃাস পাবে। 

 

shamima/shimul