'ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল'

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ২০:০০

আপডেট: ৩১-০১-২০২৩ ২১:০১

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন এবং প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে, চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিনবহন ও সেতু ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের স্বপ্নের এ প্রকল্প চট্টগ্রামের যানজট নিরসন ও টেকসই পরিবহন ব্যবস্হা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল অত্যন্ত আকর্ষণীয় গণপরিবহন হয়ে উঠবে। 

এসময় চট্টগ্রামের উন্নয়নে আরও একটি মেরিন ড্রাইভ নির্মাণ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ শেখ হাসিনা সরকারের নানা কার্যক্রমের কথা তুলে ধরেন ওবায়দুল কাদের। 

 

rocky/shimul