নামিবিয়ায় গন্ডার শিকার বেড়েছে

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ১৯:১১

আপডেট: ৩১-০১-২০২৩ ১৯:১১

আন্তর্জাতিক ডেস্ক: গন্ডারের অন্যতম মুক্ত বিচরণস্থল হিসেবে পরিচিত আফ্রিকার দেশ নামিবিয়া। তবে, গত কয়েক বছরে দেশটিতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে গন্ডার শিকার।  সরকারি তথ্যমতে, ২০২১ সালে নামিবিয়াজুড়ে হত্যা করা হয় ৮৭টি গন্ডার।  ২০২০ সালে এ সংখ্যা ছিলো ৪৫। এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

দেশটির পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, এদের বেশিরভাগই শিকার হয়েছে দেশটির সবচে বড় এবং জাতীয় উদ্যান ইতোশাতে। পার্কটিতে চোরা শিকারীরা প্রধানত ৬১টি কালো এবং ২৬টি সাদা গন্ডার হত্যা করেছে। সেখানে ৪৬টি গন্ডারকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইতোশা ন্যাশনাল পার্ককে চোরাচালানের হটস্পট বলে উল্লে­খ করেন তিনি। 

আন্তর্জাতিক অপরাধী দলগুলো এখন অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পশুদের ট্র্যাক করে। শিং ফাটানোর আগে রক্তক্ষরণের মাধ্যমে গন্ডারগুলোকে মারা হয়। এসময় এদেরকে শান্ত রাখতে এইসব আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়। চোরাকারবারীদের হাত থেকে এই সকল বন্য প্রাণীদের রক্ষা করতে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানায় গন্ডারের শিং কেটে ফেলা হয়।

চীন এবং ভিয়েতনামে গন্ডারের শিংয়ের চাহিদা পূরণের জন্য সাম্প্রতিক দশকগুলিতে আফ্রিকায় গন্ডার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। বহু প্রজন্ম ধরে গন্ডারের শিং চীনা ওষুধে ব্যবহৃত হয়ে আসছে। 

এদিকে, নামিবিয়ায় বর্তমানে ৫ হাজারেরও বেশি কালো গণ্ডার বেঁচে আছে। অন্যদিকে,  দেশটিতে গত বছর হাতি শিকারের সংখ্যা চারটিতে নেমে এসেছে। ২০১৫ সালে এ সংখ্যা ছিলো ১০১টি।

 

aleya/shimul