ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে ফরচুন বরিশালকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। আজ (মঙ্গলবার) ঢাকার বিরুদ্ধে ৫ উইকেটের জয় পেয়েছে নাসির হোসেনের দল।
প্রথম ৯ ম্যাচের মধ্যে ৭ টাই হেরেছে ঢাকা। তাতে দলটির বিদায় অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার শক্তিশালী বরিশালের মুখোমুখি হয়েছে দলটি। আগে ব্যাটে নেমে বরিশাল শুরুটাও ভালো করে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তোলে ৪০ রান।
তবে সপ্তম ওভারে বল করতে এসে ১৫ রান করা সাইফকে ফেরান আমির হামজা। পরের ওভারে সাকিব আল হাসানকে ফেরান মোক্তার। দলীয় ৫৪ ও ৬৬ রানের মাথায় বরিশাল হারায় তৃতীয় ও চতুর্থ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
ওপেনার বিজয়ের ৩৫ বলে ৪২ এবং মাহমুদুল্লাহ ২৭ বলে ৩৯ রানে ৮ উইকেটে ১৫৬ রানে থামে তারা। আমির হামজা সর্বোচ্চ দুই উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে ওপেনিংয়েই ম্যাচ পরিস্থিতি একদমই পাল্টে দেন মিথুন-সৌম্য। ৭৪ রানের ওপেনিং জুটি গড়েন এই দুজন। সৌম্য ২২ বলে ৩৭ রানে ফিরলে ভাঙে জুটি। দলীয় ১০৩ রানের মাথায় ফেরেন মিথুন (৩৬ বলে ৫৪)।
তবে তখন জয় থেকে সামান্য দূরে ছিল ঢাকা। এরপর আল মামুনের ২৬, নাসির হোসেনের ২১ আর অ্যালেক্স ব্লেডের ১৫ রানের সুবাদে ৫ উইকেট আর ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ঢাকা।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ আগালো ঢাকা ডমিনেটরস। খুলনাকে টপকে এখন টেবিলের পাঁচ নম্বরে আছে ঢাকার দলটি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বরিশাল।
rocky/shimul