নিজস্ব প্রতিবেদক: সরকারের তহবিলে টাকা নেই। তাই মানুষের পকেট থেকে টাকা লুট করে নিতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের সময় শেষ, পায়ের নিচে মাটি নেই। বিএনপির কর্মসূচি দেখে ক্ষমতাসীনরা ভীত হয়ে পড়েছে। মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতির কারণে অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।
আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর গাবতলী খালেক পেট্রোল পাম্প চত্বর থেকে মীরপুর-১০ নম্বর অভিমুখে পদযাত্রা উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে বিকেল তিনটা ২০ মিনিটের সময় গাবতলী থেকে মীরপুর-১০ নম্বর অভিমুখে পদযাত্রা শুরু হয়। এতে দলের কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
ড. খন্দকার মোশাররফ বলেন, ১৯ দিন আগে গণশুনানি ছাড়াই সরকার সরাসরি বিদ্যুৎ এর দাম বাড়িয়েছে, আজ আবারো দাম বাড়াল। সাধারণ মানুষের কাছ থেকে লুট করে টাকা আদায়ের জন্য বিদ্যুৎ এর দাম বৃদ্ধি করা হচ্ছে। গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মানুষের ওপর আরো অর্থনৈতিক চাপ বাড়বে। মামলা দিয়ে বিএনপিকে আটকাতে পারেনি জানিয়ে তিনি বলেন, উল্টো শক্তিশালী হয়ে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে।
দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনমন, আওয়ামী লীগের নেতাকর্মী, সিন্ডিকেটের কারনে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। বিদায় নেয়ার জন্য প্রস্তুত নেন। সরকারের বিদায়ের অগ্রিম পদযাত্রা করছে বিএনপি। এছাড়াও তিনি বলেন, সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তাদের বিদায় করতে হবে। বেশি সময় নেই, শিগগিরই ক্ষমতাসীনদের সরাতে সফল হবো বলেও জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কর্তৃত্ববাদী সরকারের অধীনে দুর্বিষহ জীবনযাপন করছে মানুষ। প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়েই চলছে। সেই মুহূর্তে জ্বালানীর দাম বাড়ানো হচ্ছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেন, আওয়ামী লীগের মঞ্চ ভেঙে গেছে আর জোড়া লাগবে নাম জানিয়ে তিনি বলেন, শুভ বুদ্ধির উদয় হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন নয়তো জনগন গণঅভ্যুত্থানের মাধ্যমে দাবি পূরণে বাধ্য করা হবে।
এর আগে (২৮শে জানুয়ারি) রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ পর্যন্ত একই কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গতকাল যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আগামীকাল পহেলা ফেব্রæয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
Raz/sharif