নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ (মঙ্গলবার) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আবু আসিফ আত্মগোপনে আছেন। জেলা প্রশাসকের রিপোর্ট অনুযায়ী তিনি নিখোঁজ আছেন। নিখোঁজ ও আত্মগোপন একই শব্দ। তাই আমরা বলছি তিনি আত্মগোপনে আছেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের প্রার্থী আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে আনলে কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের একটি সংবাদ দেখেছি। সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনার ব্যবস্থা নিতে ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ২৭শে জানুয়ারি রাত থেকে আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তার স্ত্রী মেহেরুন্নিছা।
উল্লেখ্য, গত ১১ই ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পহেলা ফেব্রুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
AR/sharif