ক্রীড়া ডেস্ক: এক সপ্তাহ বিরতি দিয়ে আজ (মঙ্গলবার) মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে মোহামেডান। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত হবে ঐতিহ্যবাহী এই দলটির। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় এক হার নিয়ে গ্রুপের তৃতীয় অবস্থানে শেখ জামাল। এই ম্যাচে জয় পেলে সুযোগ থাকছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। তাই জয় ছাড়া অন্যকিছু ভাবছেনা ধানমন্ডির ক্লাবটি। ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়।
এদিকে, কুমিল্লায় একই গ্রুপের আরেক ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে আজমপুর উত্তরা ক্লাব। কাগজে-কলমে রহমতগঞ্জের কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ থাকলেও সুযোগ নেই আজমপুর উত্তরা ক্লাবটির সামনে।
Saju/sharif