ক্রীড়া ডেস্ক: বিপিএল ক্রিকেটে আজ (মঙ্গলবার) দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। সাকিবের নেতৃত্বে বরিশাল দলটি দারুণ ছন্দে রয়েছে। আট ম্যাচে ছয় জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল।
অন্যদিকে, ৯ ম্যাচে ৭ হার নিয়ে পয়েন্ট তালিকার নিচে অবস্থান ঢাকার। তাই এই ম্যাচে হারের বৃত্ত ভাঙ্গতে চায় নাসির-তাসকিনরা। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। একই মাঠে সন্ধ্যায় সাড়ে ছ'টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
এবারের আসরে সর্বোচ্চ ১০ ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিলেট স্টাইকার্স। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল।
AR/sharif