ক্রীড়া ডেস্ক: ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে ছাঁটাই করার সপ্তাহ খানেকের মধ্যে নতুন কোচ নিয়োগ দিল এভারটন। সাবেক বার্নলি কোচ শন ডাইসকে দায়িত্ব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ডাইসের সঙ্গে আড়াই বছরের চুক্তি করার কথা গতকাল (সোমবার) বিবৃতিতে জানিয়েছে এভারটন। ২০২৫ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।
চলতি মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই এভারটন। জয়ের স্বাদ পেতেই যেন ভুলে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি। ০ ম্যাচে ৩ জয় ও ৬ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে আছে এভারটন। টানা ব্যর্থতায় গত মঙ্গলবার ল্যাম্পার্ডকে চাকরিচ্যুত করে তারা। এভারটনকে পথে ফেরানোর চ্যালেঞ্জে কাজ শুরু করতে মুখিয়ে আছেন ২০১২ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত বার্নলির কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডাইস।
তিনি বলেন, “এভারটনের কোচ হওয়া অনেক সম্মানের। আমি ও আমার স্টাফরা এই দুর্দান্ত ক্লাবটিকে কক্ষপথে ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য প্রস্তুত এবং উন্মুখ হয়ে আছি।” এভারটনের পরবর্তী ম্যাচ আগামী শনিবার। লিগ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে তারা।
Mustafiz/sharif