'দেশে মানবাধিকার লঙ্ঘন শুরু করেন জিয়াউর রহমান '

প্রকাশিত: ৩০-০১-২০২৩ ১৯:৪৮

আপডেট: ৩০-০১-২০২৩ ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশে মানবাধিকারের লঙ্ঘন শুরু করেছেন জিয়াউর রহমান। 

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান যুক্ত ছিলেন জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর মরদেহের ওপর দিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন তিনি। 

আজ (সোমবার) সচিবালয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেস ক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

এসময় মন্ত্রী আরও বলেন, রোববার রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় জনসমুদ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি মানুষের সমর্থন ও ভালোবাসার প্রমাণ করে।

 

Mukta/sat