‘দেশকে আবার অস্থিতিশীল করতে চাইছে বিএনপি’

প্রকাশিত: ৩০-০১-২০২৩ ১৯:৪২

আপডেট: ৩০-০১-২০২৩ ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামাত আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। 

আজ (সোমবার) বিকেলে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন তারা। 

এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে গেছে। 

রাজনীতি ও দেশের মানুষের কাছে আওয়ামী লীগের অবস্থান যে কি, আগামী নির্বাচনে আবারও তা প্রমাণ হবে। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Zubayer/sat