নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের পালাবার পথও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। দ্রুত পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তারা। সোমবার, রাজধানীর যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে বিএনপি ।
সরকারের পদত্যাগসহ ১০দফা দাবি আদায়ে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করতে রাজধানীতে দ্বিতীয় দিন পদযাত্রা করেছে বিএনপি। আজ (সোমবার) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে গণপদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। উদ্বোধনী সমাবেশে দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের লুটপাট, দুঃশাসনে জনগনের নাভিশ্বাস উঠে গেছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে আবারো ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা চলছে বলে দাবি করেন তারা।
এসময় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রাকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জয়যাত্রা হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের কর্মের কারণে পালাবার পথও পাবে না।
নিজেদের স্বাধীনতা ও ভোটাধিকার ফিরে পাবার আন্দোলনে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে আইডিয়াল স্কুলের সামনে থেকে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে শুরু হয় গণপদযাত্রা। নেতাকর্মীদের মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মিছিলটি শহীদ ফারুক রোড, গেন্ডারিয়া হয়ে জুরাইন রেলগেট এ গিয়ে শেষ হয়।
TH/sat