ক্রীড়া ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কের মধ্যে পড়েছিলেন মুরালি বিজয়। এমনকি অন্য দেশের হয়ে খেলার হুমকিও দিয়েছিলেন। এবার টুইট করে অবসরের ঘোষণা দিলেন তামিলনাড়ুর ৩৮ বছর বয়সী এই ওপেনার। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে টেস্ট খেলার পর থেকে তিনি আর ভারতীয় দলে সুযোগ পাননি।
অবসর ঘোষণায় বিজয় লিখেছেন, 'সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ বছর আমার খুব ভালো কেটেছে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের। বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর ভরসা রেখেছে। এ ছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাই।'
পাশে থাকার জন্য সতীর্থ এবং ভারতীয় সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন বিজয়। টুইটে তিনি লিখেছেন, 'আমার সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্নপূরণের পিছনে তাদের বড় ভূমিকা ছিল। এছাড়া ক্যারিয়ারের ভালো ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। খেলার সময়ের স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।'
ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন বিজয়। টেস্টে ৩৮.৩ গড়ে ৩৯৮২ রান করেছেন তিনি। আইপিএলেও ১০৬টি ম্যাচ খেলে করেছেন ২৬১৯ রান। একটা সময় বিদেশের মাটিতে ভারতের এক নম্বর টেস্ট ওপেনার হিসাবে ভাবা হতো বিজয়কে। পাশাপাশি তিনি বিতর্কও জন্ম দিয়েছেন। সতীর্থ দিনেশ কার্তিকের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন। পরবর্তীতে তারা বিয়ে করেন। শেষবার ২০১৯ সালে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেছিলেন বিজয়। এরপর কোনো ধরনের ক্রিকেটেই তাকে দেখা যায়নি।
AR/sat