নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আসিফের ফোনালাপ ফাঁস

প্রকাশিত: ৩০-০১-২০২৩ ১৭:২৬

আপডেট: ৩০-০১-২০২৩ ১৮:২০

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী  বিএনপি নেতা আবু আসিফ আহমেদের নিখোঁজের ঘটনা নতুন মোড় নিয়েছে। মোবাইলে কথোপোকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অডিওতে শোনা যায়, আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসা মিঠু নামের একজনকে ফোন করে তার স্বামীর জামা কাপড় নিয়ে যেতে বলছেন। এতে তার নিখোঁজের বিষয়টি পরিকল্পিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

ব্রাক্ষণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা আবু আসিফ আহমেদ শুক্রবার (২৭শে জানুয়ারি) রাত থেকে নিখোঁজ বলে দাবি করেন তার স্ত্রী মেহেরুন্নিসা। প্রার্থী হবার পর থেকেই তাকে হুমকি দেয়া হচ্ছে, এমনকি পুলিশও বাড়িতে গিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

তবে রোববার (২৯শে জানুয়ারি) রাতে একটি অডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসাকে মিঠু নামের একজনের সাথে কথা বলতে শোনা যায়। এই কথোপকথনে বোঝা যায় আসিফ স্বেচ্ছায় আত্মগোপনে আছেন।

এই টেলিফোন আলাপ ফাঁস হওয়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবু আসিফের স্ত্রীকে আইনের আওতায় নেয়ার দাবি করেন কেউ কেউ। মেহেরুন্নিসার কাছে বক্তব্য জানতে গেলে তাকে পাওয়া যায়নি।

এদিকে আবু আসিফের নিখোঁজের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন  কমিশন। 

আগামী পহেলা ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

KFA/sat