টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেই সঠিক বর্জ্য পরিশোধন ব্যবস্থা। নির্দিষ্ট জায়গা না থাকায় খোলা জায়গায় রোগীদের ব্যবহৃত সিরিঞ্জ, সূচ, ব্যান্ডেজসহ বিভিন্ন প্রকার বর্জ্য ফেলছে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা। এসব বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ-ব্যাধি। ফলে এটি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেইসাথে এটি পরিবেশের জন্যও ক্ষতিকর বলে জানালেন জনস্বাস্থ্যবিদরা।
মেডিকেল বর্জ্য পরিশোধন করার বাধ্যবাধকতা থাকলেও খোলা জায়গায় হাসপাতালের বিভিন্ন প্রকার বর্জ্য ফেলছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা। পঁচনশীল বিভিন্ন বর্জ্যরে সাথে হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ,স্যালাইনের পাইপ, গজ, ব্যান্ডেজ, বিভিন্ন ঔষধও ফেলা হচ্ছে। যা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
হাসপাতালে আসা রোগীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এভাবে বর্জ্য ফেলায় তাদের ভোগান্তি পোহাতে হয়। কিন্তু কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেনা।
তবে, বর্জ্য অব্যবস্থাপনার এই বিষয়টি নজরদারি করা হবে বলে জানিয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেক হোসেন।
এদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালের পাশের এলাকা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। অথচ সড়ক ঘেঁষেই খোলাস্থানে এসব বর্জ্য ফেলা হচ্ছে অবাধে।
lamia/shimul