নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ পদযাত্রা কর্মসূচী পালন করবে বিএনপি। কর্মসূচির প্রথম দিন আজ (শনিবার) দুপুরে রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে চারদিনের পদযাত্রার আজ প্রথম দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির এই পদযাত্রায় অংশ নিচ্ছে সরকার বিরোধী সমমানা রাজনৈতিক দলগুলো।
এতে বিএনপি মহাসচিবসহ দলটির সিনিয়র নেতারা অংশ নিবেন। এ কর্মসূচির মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় বিএনপি।
এছাড়া ৩০শে জানুয়ারি মহানগর দক্ষিণের উদ্যোগে যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা দিয়ে শেষ হবে চার দিনের এ কর্মসূচি।
৩১শে জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচির আয়োজকও উত্তর বিএনপি। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।
গত বৃহস্পতিবার (২৬শে জানুয়ারি) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
FR/habib