ইরানে আজারবাইজানের দূতাবাসে হামলা, নিহত ১

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ২০:২১

আপডেট: ০১-০২-২০২৩ ১৬:৩৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসের বাইরে একটি নিরাপত্তাচৌকিতে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েচে। আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তি একজন নিরাপত্তাকর্মী বলছে তেহরান। 

তবে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের নিরাপত্তাপ্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তেহরান পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। 

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তি নিরাপত্তাচৌকির ভেতর ঢুকে পড়েন এবং একটি রাইফেল ব্যবহার করে সেখানকার নিরাপত্তা প্রধানকে গুলি করে হত্যা করেন।

ইরান পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে দূতাবাসে ঢুকেছিলেন। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কারণে তিনি এই হামলা চালিয়েছেন।

 

SAI/Bodiar