নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রায় শেষের পথে আর এমন সময়ে প্রতিদিনই ভিড় বাড়ছে। আজ (শুক্রবার) ছুটির দিনে রীতিমতো মানুষের ঢল নেমেছে। স্টল আর প্যাভিলিয়নগুলোয় ক্রেতাদের উপচেপড়া ভিড়। ব্যবসায়ী ও বিক্রেতারা জানালেন, মেলায় বিক্রি এখন অনেক বেড়েছে। এবার প্রত্যাশার তুলনায় অনেক বেশি লোক সমাগম হয়েছে বলে জানালেন মেলার আয়োজকরা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুক্রবার ছুটির দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। একপর্যায়ে মানুষের ঢল নামে। মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
প্রতিবছর বাণিজ্য মেলায় বিভিন্ন কোম্পানি নতুন ডিজাইনের নানা ধরণের পণ্য নিয়ে আসে। এসব পণ্য কিনতে মেলায় ভিড় করেন ক্রেতারা। শুক্রবারে ছুটির দিনে সেই ভিড় আরও বাড়ে। মূল্যছাড় সহ নানা অফারে হুমড়ি খেয়ে পণ্য কিনছেন ক্রেতারা।
নতুন ধরণের ও ডিজাইনের পণ্যের চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। মেলার আয়োজকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার স্টল সংখ্যা যেমন বেশি, তেমনি মানুষের ভিড়ও বেশি। বিক্রিও গেলো বছরের তুলনায় বেড়েছে।
মেলা শেষের এই সময়ে ক্রেতাদের আরও সাড়া পাওয়া যাবে বলে মনে করেন আয়োজকরা।
FM/sharif