ক্রীড়া ডেস্ক: ভারতের সাথে সিরিজের তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর সেখান থেকে চার নম্বরে নেমে গেছে নিউজিল্যান্ড। ভারত সফরের আগে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে এসেছিল নিউজিল্যান্ড। তবে ঠিক উল্টোটা হয়েছে ভারতের ক্ষেত্রে। চার নম্বরে থেকে সিরিজ শুরু করে সিরিজ শেষে শীর্ষস্থানে উঠে এসেছে রোহিত শর্মার দল।
পুরো সিরিজেই ব্যাট ও বল হাতে বেশ আধিপত্য বিস্তার করেছে ভারত। তরুণ ওপেনার শুভমন গিল তিন ম্যাচের দুটোতেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। অন্যদিকে বল হাতে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবরা ছিলেন অনবদ্য। তাতে তিন ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। আর এর ফলস্বরূপ র্যাংকিংয়ে সুখবর পেল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের পর ওয়ানডে র্যাংকিংয়ে এসেছে বড়সড় পরিবর্তন। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন সবার উপরে ভারত।
১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়েই নিশ্বাস ফেলছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াও খুব একটা দূরে নেই। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে প্যাট কামিন্সের দল আছে তিন নম্বরে। আর ১১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে নিউজিল্যান্ড।
Mustafiz/sharif