নিজস্ব প্রতিবেদক: শেষদিকে এসে স্বরূপে ফিরেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা-বিক্রেতাদের কর্মচঞ্চলতায় সকাল থেকেই সরগরম ছিল ছুটির দিনের মেলাপ্রাঙ্গন। পছন্দের প্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি ক্রেতারা খুঁজে নিচ্ছেন ব্যতিক্রমী কিছু বিশেষ পণ্য। শেষ সময়ে বেচাকেনা বাড়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে।
প্রবাদ আছে ‘অসির চেয়ে মসি বড়’। অর্থাৎ একটি কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী। এই প্রবাদটিই নতুন করে মনে করিয়ে দিচ্ছে এবারের বাণিজ্য মেলা।
হাজারো পণ্যের হরেক রকম স্টলে সাজানো হলেও জাপানি প্রতিষ্ঠান পাইলটের স্টল বাণিজ্য মেলায় আলাদা করে সব বয়সের ক্রেতাদের নজর কেড়েছে। যেখানে পাওয়া যাচ্ছে চৌদ্দ ক্যারেট সোনা দিয়ে তৈরি নিবের ফাউন্টেন কলম ‘কাস্টম এইটটুথ্রি’। যার ওজন ত্রিশগ্রাম আর দাম ২৬ হাজার টাকা। ২৫ টাকা থেকে শুরু করে ২৬ হাজার টাকার হরেক রকমের বাহারী এসব কলম ক্রেতাদের আকৃষ্ট করছে স্টলের প্রতি।
বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে আরব থেকে আনা বিভিন্ন সুগন্ধী। নানান ধরনের উপকরণে তৈরি এই কাঠের টুকরোগুলো বিশেষ একটি পাত্রে কয়লার সাথে জ্বালানো হয়। এর থেকে তৈরি ধোঁয়া ঘরজুড়ে এক মোহনীয়তার আবেশ তৈরি করে।
দেশীয় পণ্যের পাশাপাশি বাণিজ্যমেলার অন্যতম আকর্ষণ বিদেশি পণ্যের স্টলগুলো। ক্রেতাদের উপচেপড়া ভিড়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের।
একুশ দিন পেরিয়ে গেলেও এখনো ক্রেতা পাওয়া যায়নি মেলার অন্যতম আকর্ষণ এক কোটি মূল্যের পরীপালং খাটের। দবে দর্শনার্থীদের ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বিক্রেতাদের।
কেনাকাটার পাশাপাশি পূর্বাচলে এই বাণিজ্য মেলা ছুটির দিনে বিনোদনের অন্যতম স্থান হয়ে উঠেছে রাজধানীবাসীর।
BRS/Bodiar