এখনও জমে ওঠেনি বাণিজ্য মেলা

প্রকাশিত: ০৬-০১-২০২৩ ১৪:১৯

আপডেট: ০৬-০১-২০২৩ ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখনও জমে ওঠেনি। রাজধানীর পূর্বাচলে মেলা প্রাঙ্গণে নেই চিরচেনা ভিড়। আজ (শুক্রবার) ছুটির দিন হলেও প্রথম বেলায় অল্প কিছু মানুষ এসেছেন। বিক্রেতারা বলছেন, শীত বেশি পড়ায় এবং মাসের প্রথম সপ্তাহ হওয়ায় লোক সমাগম কম হচ্ছে। একই অভিমত ক্রেতাদেরও। 

রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনও দেখা মেলেনি চিরাচরিত সেই ভিড়ের। শুক্রবার ছুটির দিনের প্রথম ভাগে কুয়াশায় চাদরে ঢাকা শীতের আড়মোড়া ভেঙে তেমন একটা সমাগম হয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়তে থাকে। 

বিক্রেতারা বলছেন, সকালের দিকে মানুষ কম থাকলেও দুপুরের পর বেড়ে যায়। মেলায় সব স্টলও এখনো পরিপূর্ণ রূপ পায়নি। যেসব স্টলের কাজ শেষ হয়েছে, সেখানে বিক্রেতারা ব্যস্ত ক্রেতাকে আকৃষ্ট করতে। 

দেশি এবং বিদেশি নানা ধরণের পণ্যের পসরা সাজানো হয়েছে। বিদেশি বিক্রেতারা তাদের পণ্যের বিক্রি বাড়াতে যেমন তৎপর, তেমনি দেশীয় প্রতিষ্ঠানগুলোও ক্রেতাকে দিচ্ছে নানা ধরণের অফার।

দর্শনার্থীদের অভিযোগ, মেলায় যাতায়াতের ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়। অপরিচ্ছন্নতার অভিযোগও করলেন কেউ কেউ। শুরুতে ক্রেতা ও দর্শনার্থী সমাগম কম হলেও ধীরে ধীরে মেলা চিরচেনা রূপ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা। 

LGR/sharif