নিজস্ব প্রতিবেদক: ছুটির দিনে যাত্রীদের ভিড় বেড়েছে রাজধানীর মেট্রোরেলে। আজ (শুক্রবার) সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে আগারগাঁও ও উত্তরা স্টেশনে পরিবার-পরিজন নিয়ে আসেন যাত্রীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু মেট্রোতে ভ্রমণের জন্যই আসছেন বেশিরভাগ মানুষ। তবে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় অনেকে মেট্রোতে চড়তে না পেরে ফিরে যান হতাশা নিয়ে।
ঢাকায় প্রথম মেট্রোরেল উদ্বোধনের বেশ কয়েকদিন ছিলো যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে মাঝে কিছুদিন যাত্রী সংকটে ফাঁকা আসন নিয়ে চলাচল করে মেট্রো। যদিও শুক্রবার ছুটির দিনে কেটে গেছে সেই সংকট। মেট্রোতে চড়তে প্রচণ্ড শীত উপেক্ষা করে উত্তরা ও আগারগাঁও স্টেশনে ভীড় করেন যাত্রীরা। মেট্রোরেলের টিকিট কাটার মেশিনও এখন সচল। কম সময়ে নিজেরাই টিকেট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
শীতের কারণে সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে প্রথমবারের মত মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকে।
তবে মেট্রো চলাচলের নির্ধারিত সময় দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষ হলেও যাত্রীদের দীর্ঘ লাইন থেকে যায় স্টেশনের সামনে। ফলে স্বপ্নের মেট্রোরেলে চড়তে না পেরে হতাশা নিয়ে ফিরে যান অনেকে। এজন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেট্রোরেলে চড়ার সময় বাড়ানোর দাবি জানান যাত্রীরা।
Azmi/sharif