পদ্মা সেতুতে ৪শ' কোটি টাকার টোল আদায়

প্রকাশিত: ০৫-০১-২০২৩ ১৩:৩৪

আপডেট: ০৭-০১-২০২৩ ১৫:১৫

পার্থ রহমান: পদ্মা সেতুতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টোল আদায় হচ্ছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। গত ছয় মাসে ৪’শ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। ৩৬ বছরে পদ্মা সেতুর বিনিয়োগ তুলে আনার লক্ষ্যমাত্রা ধরা হলেও যানবাহন চলাচল ও টোল আদায় বেশি হওয়ায় ৩০ বছরেই খরচের টাকা উঠে আসবে বলে মনে করছে সেতু বিভাগ। চলতি মাসেই সেতুর স্বয়ংক্রিয় টোল প্লাজা চালু হবে বলেও জানায় পদ্মা সেতু সংশ্লিষ্টরা। 

নানা সংকট, সংকল্প আর সক্ষমতার নিদর্শন এই পদ্মা সেতু। প্রমত্তা পদ্মার দুই পাড় মুন্সিগঞ্জের মাওয়া আর শরীয়তপুরের জাজিরা অংশকে যুক্ত করা পদ্মা সেতু দেশের অর্থনৈতিক উন্নয়নের দ্বার খুলেছে।

গেল বছর ২৫শে জুন উদ্বোধন হওয়ার একদিন পর ২৬শে জুন থেকে সেতু উন্মুক্ত করে দেয়া হয় যানবাহন চলাচলের জন্য। বর্তমানে এই সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৭ হাজার যানবাহন চলাচল করছে। 

ছয় মাসে পদ্মা সেতুর সার্বিক চিত্র:

বেশি যানবাহন পার হয়         ২৬শে জুন            ৫১ হাজার ৩’শ ১৬টি

সর্বোচ্চ টোল আদায় হয়        ৮ই জুলাই             ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার টাকা

কম টোল আদায় হয়            ১০ই ডিসেম্বর         ৮১ লাখ ১৭ হাজার ১৫০ টাকা

কম যানবাহন পার হয়           ১০ই ডিসেম্বর        ৫ হাজার ৬’শ ৭১টি

প্রতিদিন গড়ে টোল আদায় হয়                           ২ কোটি টাকা

৩১শে ডিসেম্বর পর্যন্ত টোল আদায় হয়েছে           ৪’শ ৩ কোটি ৩৩ লাখ টাকা

সেতু বিভাগের পরিসংখ্যান বলছে, পদ্মা সেতু উদ্বোধনের পর দিন সর্বোচ্চ ৫১ হাজার ৩’শ ১৬টি যানবাহন পার হয়। যার মধ্যে মোটর সাইকেলের সংখ্যা ছিলো বেশি। আর বেশি টোল আদায় হয়েছে ৮ই জুলাই ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার টাকা। টোল আদায় কম হয়েছে ১০ই ডিসেম্বর  ৮১ লাখ ১৭ হাজার ১৫০ টাকা।

এদিন সবচেয়ে কম ৫ হাজার ৬’শ ৭১টি যানবাহন পার হয়েছে। প্রতিদিন গড়ে ২ কোটি টাকারও বেশি টোল আদায় হচ্ছে পদ্মা সেতুতে।  উদ্বোধনের পর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে পদ্মা সেতু পার হয়েছে ২৭ লাখ ৯২ হাজার ৬৮৬টি যানবাহন। এসময় টোল আদায় হয় ৪’শ ৩ কোটি ৩৩ লাখ টাকা। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস জানান, পদ্মা সেতুর মাওয়া অংশের টোল প্লাজায় ৭টি বুথ থাকলেও সংস্কারের কারণে বেশ কয়েকটি বন্ধ থাকছে। তাছাড়া স্বয়ংক্রিয় টোল বুথ ও মালামাল বহনকারী পরিবহনের ভার পরিমাপের যন্ত্র এখনও স্থাপন হয়নি। 

সেতুর মুল অংশের পিচ ঢালাই আরো নিঁখুত করতে কাজ করছে প্রকল্প সংশ্লিষ্টরা। এই কাজ শেষ হতে আরো কয়েকমাস সময় লাগবে।

MRP/Bodiar