কাল পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

প্রকাশিত: ৩১-১২-২০২২ ১৫:১৪

আপডেট: ০১-০১-২০২৩ ০৪:০০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে শেষ মহুর্তের প্রস্তুতি। অংশ নেবে ১২টি দেশের তিনশ'রও বেশি প্রতিষ্ঠান। আগামীকাল (রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এই মেলার। তারই আগ মুহূর্তে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজ সাজ রব। এবার যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় মেলা বেশ জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

হাতুড়ি-পেরেক ঠোকাঠুকির শব্দ, রঙের গন্ধ, করাতের ঘর্ষণে মুখর হয়ে উঠেছে মেলাস্থল। পহেলা জানুয়ারি উদ্বোধন হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এরই মধ্যে স্টল নির্মাণ শেষ হয়েছে। চলছে শেষ মহুর্তের সাজসজ্জার কাজ।

এক্সিববিশন সেন্টারের ভেতরে ও বাইরের আঙিনায় বাঁশ, কাঠ, হার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে অস্থায়ী স্টল। স্টিল, ইট ও কংক্রিট দিয়ে বহুতল প্যাভিলিয়নের গাঁথুনির কাজও শেষ পর্যায়ে। দিন-রাত এক করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। কারুকাজ করে তৈরি করা হচ্ছে স্টল, সেগুলোতে রকমারি রঙের ছোঁয়া।

কুড়িল থেকে পূর্বাচলে যাতায়াতের রাস্তার কাজ প্রায় সম্পন্ন হওয়ায় এবং স্টল বাড়ানোয় জমজমাট বাণিজ্যমেলার আশা করছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের আকৃষ্ট করতে থাকবে নানা অফার।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরে এবারও সাধারণ, প্রিমিয়ার প্যাভিলিয়ন, সংরক্ষিতসহ ১৩ ক্যাটাগরিতে স্টল থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি'র পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী জানালেন, গত বছরের দর্শনার্থী খরা কাটিয়ে এবার প্রথম দিন থেকেই মেলা জমিয়ে তুলতে চান তারা।

এবার আকর্ষনীয় ও দৃষ্টি নন্দন করতে মেলায় থাকছে মিনি শিশুপার্ক। ফুডস্টল ও রেস্তোরাঁসহ রয়েছে বিশ্রামের ব্যবস্থা। দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে চালু করা হবে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, করোনা অতিমারির মন্দা কাটিয়ে এবার বাণিজ্য মেলা হয়ে উঠবে সফল। 

FM/sharif