আক্ষেপের চেয়ে আনন্দ ছিল বেশি

প্রকাশিত: ২৯-১২-২০২২ ১৪:০৪

আপডেট: ২৯-১২-২০২২ ১৪:২৩

নিজস্ব প্রতিবেদক: যতোটা না প্রয়োজন, তার চেয়েও বেশি প্রথম ইতিহাসের অংশীদার হবার তাড়না। তাই আজ সকালে রাজধানীতে দেশে মেট্রোরেলের প্রথম সাধারণ যাত্রী পরিবহনের স্বাক্ষী হতে হাজারো মানুষ ভীড় করে উত্তরা ও আগারগাঁও স্টেশনে। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা  অপেক্ষমানদের বেশিরভাগ মেট্রোরেলে প্রথমদিন চড়ার মত সুযোগ পাননি। কারণ, তার আগেই রেল চলার সময় শেষ হয়। তবু আক্ষেপের চেয়ে আনন্দ ছিল বেশি। 

ওরা তিন বন্ধু বুধবার দিন শেষে রাত কাটায় রাজধানীর উত্তরায় মেট্রোরেলের নর্থ স্টেশনে। ওদের উদ্দেশ্য ছিল, বৃহস্পতিবার সকালে সাধারণ যাত্রী পরিবহন শুরুর প্রথম দিন মেট্রোরেলের প্রথম যাত্রী হয়ে ইতহাসের স্বাক্ষী হওয়া।  

পৌষের ঠাণ্ডা উপেক্ষা করে করেও অনেকে উত্তরার এই নর্থ স্টেশনে উপস্থিত হন কাকডাকা ভোরে। এদের বেশির ভাগ আসেন দেশে প্রথম মেট্রোরেলের সাধারণ যাত্রী হয়ে চড়বার আনন্দ নিতে।

এখন দিনে সকাল আটটা থেকে মধ্যাহ্ন পর্যন্ত চার ঘণ্টা মেট্রোরেল চলবে উত্তরা থেকে সরাসরি আগারগাঁও পর্যন্ত। সাধারণ যাত্রী পরিবহনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় খুলে স্টেশনের গেট। সারি বেঁধে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে টিকেট হাতে পেয়ে আবেগাপ্লুত হয় যাত্রীরা। উত্তরা ও আগারগাঁওয়ের মাঝে কোন স্টেশনে মেট্রোরেল এখন থামবে না জেনে অনেক ভোরে এসেও ফিরে যান। 

দীর্ঘ অপেক্ষার অবসানের পর যারা মেট্রোরেলে চড়েন তাদের আনন্দ অভিব্যক্তিতে কিছু একটা জয় করার গর্ব ফুটে ওঠে। আছে প্রশান্তির আরও কারণ।  

কেবল রাজধানীর নয়, ঢাকার আশপাশের এলাকা মেট্রোরেল চড়তে আসেন অনেকে। বেলা বাড়ে,  স্টেশনের বাইরে মানুষের সারি আরও দীর্ঘ হয়। বেলা সাড়ে ১০টায় সার্ভার সমস্যায় অনলাইন টিকেট দেয়া বন্ধ করে, সনাতন পদ্ধতিতে টিকেট দেয়। তখন অপেক্ষা আরও বাড়ে, বড় হয় লাইন। কিন্তু মেট্রোরেলের উচ্ছাসে বিড়ম্বনায়ও মুখে হাসি থাকে তাদের। 

মঙ্গলবার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন প্রথমভাগে চারঘন্টা মেট্রোরেলের ২৫টা রাউন্ড ট্রিপ চলবে উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত।  

 

KNR/Bodiar