মেট্রোরেল ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান

প্রকাশিত: ২৮-১২-২০২২ ১৪:১৪

আপডেট: ২৮-১২-২০২২ ১৮:৫৬

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল রক্ষণাবেক্ষণে সবাইকে  যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ‘মেট্রোরেলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রক্ষণাবেক্ষণে সবাই যত্নবান হবেন। আজ (বুধবার) মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় এলাকাবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি। 

প্রধানমন্ত্রী বলেন,‘ মেট্রোরেল নির্মাণের সময় হলি আর্টিসানের মত আঘাত এসেছিল। আমি ধন্যবাদ জানাই পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে গোটা দেশ বিশ্বে মর্যাদা দিয়েছে। এখন মেট্রোরেল দিয়ে গেলাম। যা যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। শব্দহীন, দূর নিয়ন্ত্রিত, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত গতি সম্পন্ন রেলের যুগে প্রবেশ করল। 

বৃহৎ এই প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন,‘ ১২ হাজার প্রকৌশলীর কর্মসংস্থান হবে মেট্রোরেলে। মেট্রোরেল পরিচালনা ক্ষেত্রে আমরা স্মার্ট জনশক্তি গওড় তুলবো বিদেশীদের কাছে আর নির্ভর করতে হবে না। এটা বিদ্যুৎ চালিত, তাই পরিবেশের কোন ক্ষতি করবে না। ৫০ লক্ষ ৪০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করতে পারবেন, পুরো প্রকল্পের কাজ শেষ হলে।

MNU/sharif