কাজে নেমে পড়ার সময় এসে গেছে। কিছু প্রকল্প এবং কর্মকাণ্ড যেগুলো আপনার ইচ্ছা নয় বরং সময়ের অভাবেই এতদিন আটকে ছিলো, এখন সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার জন্যে সবুজ আলো জ্বলে গেছে বলে মনে করতে পারেন। তারপরও াাপনাকে নিজের মনের সঙ্গেই খানিকটা যুদ্ধ করতে এবং কিছু অভ্যন্তরীণ ভীতি বা শঙ্কাকে কাটিয়ে উঠতে হতে পারে। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়, পেছনে ফিরলে...