নিজস্ব প্রতিবেদক: ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি। বেলা সাড়ে ১১টার দিকে নয়াদিলি থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার তাকে স্বাগত জানান। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জলবায়ু সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন জন কেরি।
এর আগে, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মায়’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেন প্যারিস জলবায়ু চুক্তিতে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় নির্ধারণে আগামী ২২শে এপ্রিল আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে যুক্তরাষ্ট্র। ৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অংশগ্রহণে ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
MHS/MSI
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন