আন্তর্জাতিক ডেস্ক: হলিউডের প্রখ্যাত অভিনেতা পল রিটার আর নেই। দীর্ঘদিন ব্রেন টিউমারে ভুগে মাত্র ৫৪ বছর বয়সে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করছে হলিউড থেকে বলিউডের অনেক তারকা।
পল রিটারের মুখপাত্র জানান, মৃত্যুকালে স্ত্রী পলি ও দুই ছেলে তারপাশে ছিলেন। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন ও মঞ্চে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন পল রিটার।
‘হ্যারি পটার’ ও জেমস বন্ড সিরিজের ‘কোয়ান্টাম অব সোলস’ তার বিখ্যাত সিনেমা। এছাড়াও জনপ্রিয় ব্রিটিশ টিভি সিরিজ ‘ফ্রাইডে নাইট ডিনার’ এ টানা ৯ বছর অভিনয় করেছেন তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন