বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (০৪ এপ্রিল) নিজেই টুইট করে এ তথ্য জানানোর একদিন পরই সোমবার (০৫ এপ্রিল) হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
টুইট বার্তায় অক্ষয় লিখেছেন, চিকিৎসকের পরামর্শে পূর্ব সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি দ্রুতই বাড়ি ফিরতে পারবো। সবাই সাবধানে থাকবেন।’
এর আগে গতকাল (০৪ এপ্রিল) অক্ষয় টুইটারে জানান, ‘সবাইকে জানাতে চাই, আজ সকালেই আমার (কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে)। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। চিকিৎসা চলছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন’। খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন বলেও সেসময় জানান এই বলিউড অভিনেতা।
জানা গেছে, ‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও (৩ এপ্রিল) ওই সিনেমার শুটিং চলে। এর মধ্যেই করোনা আক্রান্ত হন অক্ষয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন