নিজস্ব সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। আজ সোমবার (০৮ই মার্চ) এ সংক্রান্ত নথি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইনমন্ত্রী আনিসুল হক নথিতে অনুমোদন দিয়েছেন।
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন দেশের বাইরে যেতে পারবেন না। তবে দেশে বিশেষায়িত চিকিৎসা নিতে চাইলে সরকারের আপত্তি থাকবে না।
আইনমন্ত্রী আরও বলেন, তার জামিনের মেয়াদ ছ’মাস বাড়ানোর আবেদনের নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
গত তেসরা মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে খালেদা জিয়ার পক্ষে তার ভাই শামীম ইস্কান্দার আবেদন করেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে প্রথমে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। পরে তাকে প্রায় ১১ মাস চিকিৎসা দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। আর গতবছর ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। বাসায় থেকে চিকিৎসা নেয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন