চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়িতে নেছার আহমেদ ওরফে তোতা মিয়া নামে এক প্রবাসীকে হত্যার দায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে চট্টগ্রামের চতুর্থ দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আকতার এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন মোহাম্মদ শাহীন, বাবুল, মোহাম্মদ নাছির, নুরুল ইসলাম, মো. জোবায়ের, মো. দিদার, আবু বক্কর, মোহাম্মদ ইসমাইল ও মো. জঙ্গু। রায় ঘোষণার সময় শুধু শাহীন আদালতে হাজির ছিলো। বাকি আসামীরা পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি নাছির উদ্দিন জানান, ২০০৩ সালের পহেলা নভেম্বর ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের নেছার আহমেদ তোতাকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মোর্শেদা আকতার ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলা তদন্ত করে ১০ জনকে আসামি করে ২০০৪ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগ গঠনের পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন