ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। ৪০তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চট্টগ্রাম আবাহনীর। মান্নাফ রাব্বীর পাস ধরে চিনেডু ম্যাথিউ লক্ষ্যভ্রষ্ট শট নেন। ৫৪তম মিনিটে ডিফেন্ডার সাজন মিয়ার দক্ষতায় বেঁচে যায় মুক্তিযোদ্ধা সংসদ।
৭৭ মিনিটে নিক্সন গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন। বাকি সময় কোন দল গোল না পেলে, চট্টগ্রাম আবাহনী জয় পায়।
১২ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে সপ্তম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে এক ম্যাচ কম খেলা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধা সংসদ ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আবাহনী লিমিটেড।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন