চট্টগ্রাম সংবাদদাতা: আজ উৎপাদন শুরু করেছে দেশের অন্যতম শিল্পগ্রুপ মোস্তফা হাকিম গ্রুপের প্রতিষ্ঠান এইচ এম স্টিল অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড। আজ শনিবার (০৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী উপজেলায় বার্ষিক ৪ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার এই কারখানা উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।
শুরুতে লোহার স্ক্র্যাপ সংগ্রহ করে আকারে ছোট করা হয়। তারপর কয়েক ধাপ পেরিয়ে চুল্লীতে দিয়ে তৈরি করা হয়, নানা গ্রেডের রড, অ্যাঙ্গেলসহ চাহিদা মত যন্ত্রাংশ। শনিবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় এইচ এম স্টিল মিলের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এসময় মন্ত্রী বলেন, শিল্পায়নের ফলে এলাকার উন্নয়নসহ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। যেখানে স্থানীয়দের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে।
কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪ লাখ মেট্রিক টন। যা দেশের মোট চাহিদার সাড়ে ৬ শতাংশ। যা দেশের নির্মাণ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ দিদারুল আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, এইচ এম স্টীল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম এবং পরিচালক মোহাম্মদ সরওয়ার আলমসহ শিল্প প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন