কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের ৫টি বগি উদ্ধার করা হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ এখনো শেষ হয়নি। ফলে ২৭ ঘন্টা ধরে কুষ্টিয়া, রাজবাড়ী এবং ফরিদপুরের সাথে খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা জানান, রাতভর চেষ্টা করে তিনটি বগি সরিয়ে নেয়া হয়েছে। অন্য বগিগুলো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হচ্ছে। এতে আরও কয়েকঘণ্টা সময় লাগবে বলেও জানান তারা।
এদিকে লাইনচ্যুতির কারণ অনুসন্ধান করতে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ আলাদা দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল (০৫ মার্চ) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার মিলপাড়া এলাকার বড় স্টেশনের কাছে মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে-মুচড়ে যায়। এরপর থেকে কুষ্টিয়া, রাজবাড়ী এবং ফরিদপুরের সাথে খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন