রাজবাড়ি সংবাদদাতা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বড় ৩টি ফেরি বিকল হওয়ায় যানবাহন পারাপার বিঘিœত হচ্ছে। ফেরি কম থাকায় শুধুমাত্র যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক পারাপার। বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ৩টি ফেরি বিকল ও ১টি ফেরি অন্য রুটে স্থানান্তর করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বড় তিনটি ফেরি বিকল, আর একটি ফেরি নিয়ে যাওয়া হয়েছে অন্যরুটে। গত কয়েকদিন ধরে এ রুটে ফেরি সংকট দেখা দেয়ায়, নদীর উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
ফেরি সংকট থাকায়, শুধুমাত্র যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। এতে পণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
তবে শনিবার একটি বড় ফেরি বহরে যুক্ত হওয়ায় যানবাহনের চাপ গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রতি ২৪ ঘণ্টায় ছয় হাজারের বেশি যানবাহন পারাপার হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন