ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ চলাকালে সফররত আয়ারল্যান্ড উলভস দলের পেসার রুহান প্রিটোরিয়াসের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। ফলে ম্যাচটি শুরু হওয়ার পরও তা বাতিল করা হয়।
আজ (শুক্রবার) সকালে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ম্যাচটি। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান করেছিল বাংলাদেশ। ঠিক তখনই রুহান প্রিটোরিয়াসের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। এরপরই জরুরি ভিত্তিতে স্থগিত করে দেয়া হয় ম্যাচটি।
প্রিটোরিয়াসকে দল থেকে আলাদা করে নেয়া হয়েছে। আজই আবার দুই দলের বাকিদের করোনা পরীক্ষা করানো হবে। যদি সবার ফলাফল নেগেটিভ আসে, তাহলে দ্বিতীয় ওয়ানডে দিয়ে পুনরায় শুরু হবে সিরিজটি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন