ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনমন্ত্রী আনিসুল হকের আগমন উপলক্ষে পৌর মেয়র এমরান ও উপজেলা যুবলীগের সভাপতির সমর্থকরা মিছিল নিয়ে আসে। এসময় দুইপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়।
আইনমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌছালে সংঘর্ষ থামে। তবে, উপজেলা পরিষদের বাইরে দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া অব্যাহত থকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জুয়েল ও আজিজ আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
এঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন