ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে কিনা তা এখুনি বলা যাচ্ছে না। এ বিষয়ে যা বলার তা পরে বলবেন বলে জানালেন তিনি। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে ষ্টেশন চত্বরে এক পথসভায় আইনমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে উলেখ করে আইনমন্ত্রী বলেন, ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ। এই সাফল্য বর্তমান সরকারের পরিশ্রমের ফসল বলেও জানান তিনি।
তৃণমূল পর্যায় পর্যন্ত সবাইকে করোনার টিকা নেয়ার আহবান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন