আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক লেফটেনেন্ট জেনারেলসহ ১১ সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। ওই এলাকায় তুর্কি বাহিনী কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায়।
তুর্কি কর্মকর্তারা জনিয়েছেন, হেলিকপ্টারটি তাতভান শহর থেকে বিনগল প্রদেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের। ভুক্তভোগীদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান নয়জন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
এরইমধ্যে ঘটনাস্থল পরির্দশন করেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা। তুরস্কের এমন ক্ষতিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন