ইমদাদুল্লাহ বাবু: আশানুরূপ সাড়া না মেলায় রাজধানীতে আবারো শুরু হয়েছে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ। অপরাধ নিয়ন্ত্রণে নাগরিকদের তথ্য নিয়ে, তা কম্পিউটরের তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ। নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও, তথ্যের গোপনীয়তা নিয়ে শংকিত অনেকেই। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন, নাগরিকদের তথ্যের শতভাগ গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে।
বিট পুলিশিংয়ের আওতায় রাজধানীতে আবারো শুরু হয়েছে নাগরিকদের তথ্য সংগ্রহ। ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির ৫০টি থানার অধীনে ৩০২টি বিটে বাড়ি-বাড়ি গিয়ে বাড়িওয়ালা ও ভারাটিয়াদের পরিবারের সদস্য এবং মেস মেম্বারদের তথ্য সংগ্রহ করছে পুলিশ।
উদ্যোগটিকে অনেকে স্বাগত জানালেও বহু নাগরিক নিবন্ধনের ব্যাপারে সচেতন নন। অনেক বাড়িওয়ালা ভারাটিয়াদের তথ্য রাখছেন না। ফলে, তথ্য পেতে সমস্যায় পড়ছেন সংশ্লিষ্টরা।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, ২০১৬ সাল থেকে বাড়িওয়ালা ও ভারাটিয়া নিবন্ধন কার্যক্রম শুরু হলেও অনেকে এরই মধ্যে নিজের বাসস্থান পাল্টেছেন। ফলে, পুলিশের হাতে নগরিকের হালনাগাদ তথ্য নেই। তাই আবারো শুরু করা হয়েছে, নিবন্ধন কার্যক্রম।
তিনি আরো বলেন, তথ্যের গোপনীয়তা রক্ষা নিয়ে অনেকের উদ্বেগ আছে। তবে, নাগরিকের তথ্যের অপব্যবহার হবার কোন আশংকা নেই বলে জানান, ডিএমপি কমিশনার।
ডিএমপির হিসেব মতে, এ পর্যন্ত ২৩ লাখেরও বেশী পরিবারের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে। যেখানে সদস্য সংখ্যা ৬২ লাখের উপরে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন