পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলের ফল গাছে এক ধরনের সাদা মাছির উপদ্রব দেখা দিয়েছে। এই পোকা প্রাথমিকভাবে নারকেল গাছে আক্রমণ করলেও, এখন ফল জাতীয় গাছেও বসছে। এদের নিয়ন্ত্রণ করতে না পারলে ফসলের ক্ষতি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্ষুদ্র আকৃতির একটি পোকা। গাছের পাতার নিচের অংশে এদের বাস। এক সাথে দলবেধে গাছ থেকে গাছে ডিম পেড়ে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত গাছের পাতা যেমন শুকিয়ে যাচ্ছে তেমনি মারাও যাচ্ছে কিছু গাছ।
পটুয়াখালীতে বিভিন্ন নারকেল গাছে এই পোকার উপদ্রব দেখা দিলেও, বর্তমানে আম, পেয়ারা লেবুসহ বিভিন্ন ফুল ও ফল গাছেও এই পোকার আক্রমণ চোখে পড়ছে।
সংক্রমিত হওয়ার প্রাথমিক পর্যায়ে সাবান কিংবা ডিটারজেন্ট মিশ্রিত পানি স্প্রে করে পোকা দমন করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।
এই পোকার আক্রমণ এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে সামনে বিভিন্ন ফলের উৎপাদন ক্ষতির মুখে পড়তে পারে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা।
পোকার আক্রমণ থেকে ফল গাছগুলোকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি, এ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারনার পরামর্শ দেন সংশ্লিষ্টরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন