অনলাইন ডেস্ক: সম্প্রতি বলিউডে মা হয়েছেন আনুশকা শর্মা, কারিনা কাপুর। এবার মা হতে চলেছেন বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল৷ আজ বৃহস্পতিবার(০৪ মার্চ)এই শুভ সংবাদ দিলেন শ্রেয়া নিজেই। বিয়ের ৬ বছর পর এই প্রথম সন্তান আসতে চলেছে শ্রেয়া ও আদিত্যর সংসারজুড়ে৷
গত ৫ই ফেব্রুয়ারি ছিল শ্রেয়া ও আদিত্যর বিবাহবার্ষিকী৷ আর মার্চের শুরুতেই খুশির সংবাদ দিলেন শ্রেয়া৷ শ্রেয়া তার টুইটারে জানালেন, মা হতে চলেছেন তিনি। টুইটারে তিনি লিখেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। স্বামী আদিত্যকে ট্যাগ করে লিখেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভ কামনা আমাদের প্রয়োজন’।
২০১৫ সালে বাল্য বন্ধু আদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় এই প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি দু’জনে।
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়ার জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক স্বীকৃতি রয়েছে শ্রেয়ার মুকুটে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন