নিজস্ব সংবাদদাতা: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
তিনি জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে মালামালসহ নগদ অর্থ হাতিয়ে নিয়ে আসছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ক্ষতিকর মলম, কাঁচি, ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেরও একাধিক মামলা আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে, দেশের বিভিন্ন এলাকা থেকে সিএনজি চুরি করে ভুয়া ডিজিটাল নম্বর প্লেট তৈরি করে একটি চক্র ব্যবসা করে আসছিল। এ চক্রের দুই সদস্যকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত পুলিশ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন