নিজস্ব সংবাদদাতা: বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া ২১টি মামলার তদন্ত আড়াই মাসের মধ্যে শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) সার্ভেয়ার ইকবাল হোসেন ভুঁইয়ার জামিন আবেদন শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বেয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে এদিন শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।
অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আবেদনকারী ইকবাল হোসেন ভুঁইয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মমতাজ পারভীন ও অ্যাডভোকেট স্নিগ্ধা সরকার।
উল্লেখ্য, ব্যাংকটির কেলেঙ্কারিতে ২০১৫ সালের ১২০ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক। গত বছর আরও ৫টি মামলা করে সংস্থাটি। মামলা দায়েরের সাড়ে ৫ বছর পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দাখিল করেনি দুদক।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন