ক্রীড়া ডেস্ক: কাইরন পোলার্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি- টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি- টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩১ রান তোলে লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক কাইরন পোলার্ডের এক ওভারে ৬ ছক্কায় ১৩ ওভার ১ বলেই জয় পায় ক্যারিবিয়রা।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ষষ্ঠ ওভারে কাইরন পোলার্ড লঙ্কান বোলার আকিলা ধনাঞ্জয়ের ছয় বলে ছয় ছক্কা মারেন। শনিবার অ্যান্টিগাতেই হবে সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন