নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে আজ ভাসানচরে যাচ্ছে কক্সবাজারের ১হাজার সাত’শ ৬০ জন রোহিঙ্গা।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে, চট্রোগ্রামে নৌবাহিনীর বোটক্লাব জেটি থেকে ৫টি জাহাজে করে ভাসানচরে নেয়া হচ্ছে প্রায় সাড়ে ছয়'শ পরিবারের এসব রোহিঙ্গাদের। স্বেচ্ছায় যেতে আগ্রহীদেরই ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে, গতকাল পঞ্চম ধাপের প্রথমদিনে প্রায় সাড়ে সাত'শ পরিবারের ২ হাজার ২'শ ৫৯ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়। ইতোমধ্যে সেখানে অবস্থান করছে ১৩ হাজারের বেশি রোহিঙ্গা। যেখানে একটি নিরাপদ আশ্রয় পেয়েছে তারা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন